শিরোনাম
নারায়ণগঞ্জ, ৮ মার্চ, ২০২৫ (বাসস): নারায়ণঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ আটজনের মধ্যে দু’জন মারা গেছেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
আজ শনিবার বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারির ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন ।
নিহতরা হলেন রিকশাচালক মো. হান্নান (৪০) ১৮ মাস বয়সী শিশু সুমাইয়া। এর আগে সোমবার রাতে ঘুমন্ত অবস্থায় সিদ্ধিরগঞ্জের পশ্চিম ধনকুন্ডা এলাকায় ইব্রাহিম খলিলের টিনসেড বাসার দু’টি কক্ষে জমা গ্যাস থেকে বিস্ফোরণের পর আগুনে দুই পরিবারের নারী ও শিশুসহ আটজন দগ্ধ হন।