শিরোনাম
বাগেরহাট, ৯ মার্চ, ২০২৫ (বাসস) : ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ বেলা ১১টায় এক সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।
সভায় ব্যাপক কর্মসূচি গৃহীত হয়। ২০ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত চিত্রাঙ্কন রচনা কবিতা আবৃত্তি, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, প্রামাণ্য চিত্র প্রদর্শন, মসজিদ মন্দির গীর্জায় বিশেষ দোয়া ও মোনাজাত, সূর্যোদয়ের সাথে সাথে দশানি মুক্তযুদ্ধ স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এর আগে ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন। বাগেরহাট স্টেডিয়ামে আনসার ভিডিপি পুলিশ, রোভার স্কাউটের কুচকাওয়াজ, আলোচনা সভা এবং বাগেরহাট জেলখানায় ও হাসপাতাল সমূহে উন্নত মানের খাবার পরিবেশন করার সিদ্বান্ত গ্রহণ করা হয়
সভায় বক্তব্য রাখেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহিদুর রহমান, বাগেরহাট পৌর প্রশাসক ডাক্তার ফকরুল হাসান, তথ্য কর্মকর্তা মঈনুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ, মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার আছাদুর রহমান, জেলা শিক্ষা অফিসার ছায়েদুর রহমান প্রমুখ। এছাড়া ও সভায় বাগেরহাটের ৯টি উপজেলার সব নির্বাহী কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।