বাসস
  ০৯ মার্চ ২০২৫, ১৫:৩৫
আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১৮:৩৪

রাজশাহীর তানোরে ধর্ষণ মামলার মূল আসামি আটক

রাজশাহীর তানোরে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামী খাইরুল নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-৫। ছবি : বাসস

রাজশাহী, ৯ মার্চ, ২০২৫ (বাসস) : রাজশাহীর তানোরে ২৫ বছর বয়সী নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি খাইরুল (২৭) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-৫।

রোববার রাত সাড়ে ৩টার দিকে তাকে গোদাগাড়ী উপজেলার পাকড়ি কাউপাড়া এলাকা থেকে আটক করে সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।

আটক খাইরুল তানোর উপজেলার সরনজাই ইউনিয়নের কাচারিপাড়া গ্রামের মো. সাজ্জাদের ছেলে।

এ বিষয়ে র‌্যাব-৫ রাজশাহীর মিডিয়া সেলের সূত্রে জানা যায় , ধর্ষণের শিকার ওই নারী গত ৪ মার্চ তানোর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর থেকে র‌্যাব এ মামলার আসামি খাইরুলকে আটকের চেষ্টা শুরু করে।

রোববার ভোরে সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল কাউপাড়া অভিযান চালিয়ে মূল আসামি খাইরুলকে আটক করতে সক্ষম হয়।

র‌্যাব-৫ এর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দ্রুতই আইন অনুযায়ী গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।