শিরোনাম
রাঙ্গামাটি, ৯ মার্চ, ২০২৫(বাসস) : জেলায় আজ মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্ল্যাহ।
সভায় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নুর, জেলা সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসাসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠনের প্রতিনিধি বক্তব্য রাখেন।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান জেলা প্রশাসক। এছাড়া পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয় এবং শহরে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নির্দেশনা প্রদান করা হয়।
সভার শুরুতে সাংবাদিক, মরহুম আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ'র আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
এর আগে সকালে সন্ত্রাস ও নাশকতা,এবং মাদক ও চেরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।