বাসস
  ০৯ মার্চ ২০২৫, ১৫:৫৯

নারী নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত

দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহ জেলার কালীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাসস

ঝিনাইদহ, ৯ মার্চ, ২০২৫ (বাসস) : সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদে জেলার কালীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
আজ বেলা ২টার দিকে জেলার কালীগঞ্জ শহরের প্রধান বাসস্ট্যান্ড চত্ত্বরে সাধারণ মানুষের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষকরা কোন দলের না। তাদের কোনো সামাজিক পরিচয় থাকতে পারে না। তারা পশুর চেয়েও অধম। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।

এতে বক্তব্য রাখেন স্থানীয় সংবাদকর্মী ও সমাজসেবক শাহরিয়ার আলম সোহাগ, ছাত্রনেতা মারুফ বিল্লাহ, মৌসুম উদ্দিন শোভন, জুয়েল রানা, মাহাফুজুর রহমান ঈশান, রিয়াজ উদ্দিন, ইফতি জাহান, তাজুল ইসলাম, মেহেদী হাসান হিরণ প্রমুখ।