বাসস
  ০৯ মার্চ ২০২৫, ১৬:১৬

ধর্ষণ, খুন ও চাঁদাবাজির বিরুদ্ধে চান্দিনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

চান্দিনায় শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : বাসস

কুমিল্লা (উত্তর), ৯ মার্চ, ২০২৫ (বাসস) : ধর্ষণ, খুন, ডাকাতি-ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে কুমিল্লার চান্দিনায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন  করেছে শিক্ষার্থীরা।

আজ দুপুর সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহসড়কে কুমিল্লার চান্দিনা-বাগুর বাস স্টেশনে বিক্ষোভ করে মহাসড়কেই অবস্থান নেন বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা।

এ সময় তারা মহাসড়কে অবস্থান নিয়ে শুয়ে পড়েন। এতে মহাসড়কের দুই পাশে সাময়িক যানজট সৃষ্টি হয়। বিক্ষুব্ধ ছাত্রদের অবস্থানকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চান্দিনা থানা ও হাইওয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে  উপস্থিত হন।

এর আগে বেলা ১১টায় চান্দিনা থানা গেইটে ‘ধর্ষকের সংখ্যা বাড়ার আগে, ধর্ষকের ফাঁসি নিশ্চিত করুন’ শ্লোগান দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা ধর্ষণ, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জোরালো পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চান্দিনা পৌর শাখার আহবায়ক মো. রাব্বি বলেন, সারা দেশে ধর্ষণ ও খুন রোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করতে কোনো মহল পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে চায় কী না তা খতিয়ে দেখার আহ্বান জানান। 

তিনি সাংবাদিকদের জানান, চান্দিনা থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন এবং খুব দ্রুত এর সমাধান করবেন এমন আশ্বাস দেয়ায় দুই ঘণ্টা পর কর্মসূচি স্থগিত করা হয়েছে।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নাজমূল হুদা জানান, মাগুরায় শিশু ধর্ষণসহ সারা দেশে ধর্ষণ, ডাকাতি ও চাঁদাবাজি রোধে শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভ করেন। পরবর্তীতে আমরা ঘটনাস্থলে পৌঁছে তাদের বক্তব্য লিখিত আকারে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার বরাবর দেয়ার জন্য বলি এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে তারা মহাসড়ক থেকে সরে যান।