শিরোনাম
খাগড়াছড়ি, ৯ মার্চ ২০২৫ (বাসস): জেলায় আজ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উদ্যোগে এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় মিডওয়াইফারি কোর্সে ভর্তি বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর সহযোগিতায় জেলা পরিষদের কনফারেন্স হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য সাথোয়াই প্রু চৌধুরী ও সহিদুল ইসলাম সুমন, জেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ফারুক আবদুল্লাহ, ইউএনএফপিএ- এর ন্যাশনাল মিডওয়াইফারিং কনসালটেন্ট ফরিদা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।