শিরোনাম
ময়মনসিংহ, ৯ মার্চ, ২০২৫ (বাসস): ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান দুলালকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। তিনি ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক।
রবিবার রাত তিনটার দিকে ময়মনসিংহ নগরীর আকুয়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে প্রাপ্ত তথ্যমতে, দুলাল দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে রাষ্ট্রবিরোধী পোস্ট ও ছাত্র জনতাকে উদ্দেশ্য করে উসকানিমূলক পোস্ট করে আসছিলেন।
এছাড়া, তার বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার সন্ত্রাসী কর্মকাণ্ড ভুক্তভোগী ও সাধারণ মানুষের উদ্বেগের কারণ হয়ে উঠেছিল।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মাহবুবুর রহমান দুলালকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি, তার বিরুদ্ধে পাওয়া অভিযোগ অনুযায়ী বৈষম্য বিরোধী আন্দোলনকারী সাগর হত্যাকাণ্ডে তিনি জড়িত ছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।