বাসস
  ০৯ মার্চ ২০২৫, ১৭:৩৫

চাঁদপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদ   

অবৈধ ইটভাটা উচ্ছেদ। ছবি : বাসস   

চাঁদপুর, ৯ মার্চ, ২০২৫ (বাসস): যৌথ বাহিনীর অভিযানে চাঁদপুর জেলায় অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়েছে।

ভ্রাম্যামান আদালত আজ ফরিদগঞ্জ উপজেলার মেসার্স টুগবি ব্রিক ফিল্ড, ভঙ্গেরগাঁও ব্রিক ফিল্ড এবং মানিকরাজ ব্রিক ফ্লিল্ডে অভিযান পরিচালনা করেছে। এ সময় এসব ব্রিক ফিল্ড বুলডুজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেয়া হয় এবং দমকল বাহিনী পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে দিয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে দায়িত্ব পালনকারী চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন বলেন, উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক জেলার অবৈধ ইটভাটাগুলো বন্ধ করার জন্য জেলা প্রশাসক নির্দেশনা দিয়েছেন। যারা ভাটা বন্ধ করছে না, তাদের ইটভাটাগুলো ভেঙে গুড়িয়ে দেয়া হচ্ছে।

অভিযানে অংশগ্রহণকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বড়াই বলেন, জেলায় ৯১টি ইটভাটার মধ্যে অধিকাংশ ভাটাই অবৈধ। উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক যারা ভাটা বন্ধ করবেন না, সেগুলো বন্ধ করার ব্যবস্থা করা হবে। তারই অংশ হিসেবে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, পুলিশ ও দমকল বাহিনীর সহযোগিতায় অভিযান শুরু হয়েছে।

জেলা পরিবেশ অফিস জানায়, ৮টি উপজেলায় ৯১টি ইটভাটার মধ্যে ৪১টি ভাটাই অবৈধ। আর এসব অবৈধ ইটভাটা বন্ধে শুরু হয়েছে যৌথ বাহিনীর অভিযান। পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, আমরা উচ্চ আদালতের আদেশ অনুযায়ী কাজ শুরু করেছি। ইতোপূর্বে জেলা প্রশাসক ইটভাটা মালিকদের নিয়ে তাঁর কার্যালয়ে বৈঠক করেছেন। তিনি অবৈধ ও লাইসেন্সবিহীন ভাটাগুলো বন্ধ রাখার জন্য নির্দেশনা দিয়েছেন। পর্যায়ক্রমে আমরা ভাটাগুলো বন্ধের ব্যবস্থা গ্রহণ করবো। 

অভিযানে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা তাদের সহযোগিতা করেন।