শিরোনাম
রাঙ্গামাটি, ১১ মার্চ ২০২৫ (বাসস) : জেলায় আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
এ সময় জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ রুহুল আমীন, জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. অমিত দে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মনসুরুল হক, জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সভাপতি মো. জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনসহ স্বাধীনতা দিবসের তাৎপর্য্য তুলে ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা ও অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।