বাসস
  ১২ মার্চ ২০২৫, ১২:৪০

নাটোরে শুদ্ধাচার কৌশল নিয়ে তথ্য অফিসের অংশীজন সভা

বুধবার নাটোরে জাতীয় শুদ্ধাচার কৌশল নিয়ে অংশীজনের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাসস

নাটোর, ১২ মার্চ, ২০২৫ (বাসস) : কাংখিত নাগরিক সেবা প্রদানের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে জাতীয় শুদ্ধাচার কৌশল নিয়ে জেলায় অংশীজনের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বেলা ১১টায় জেলা তথ্য অফিস এই সভার আয়োজন করে।

জেলা তথ্য অফিসার মো. আ. আওয়াল এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. সুভাষ কুমার মন্ডল, ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ -পরিচালক মো. রিয়াজুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের প্রসিকিউটর মো. রায়হান মিয়া এবং জেলা প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।

সভায় বক্তারা বলেন, সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে নাগরিক সেবা প্রদানে সরকার কাজ করে যাচ্ছে। এই লক্ষ্যে শুদ্ধাচার কৌশল প্রণয়ণ এবং তা বাস্তবায়ন করা হচ্ছে। প্রতি বছর মূল্যায়ন কার্যক্রমও অব্যাহত আছে। এসব ব্যবস্থা গ্রহনের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে চায় সরকার।

জেলা তথ্য অফিসের চলমান নারী সমাবেশ, উন্মুক্ত বৈঠক, সড়ক প্রচারসহ প্রচারণা কার্যক্রম, প্রকাশনা ইত্যাদি বিষয়ে সভায় অংশগ্রহকারীরা পরামর্শ প্রদান করেন।