বাসস
  ১২ মার্চ ২০২৫, ১৩:২২

শেরপুরে ঈদকে ঘিরে দেশীয় প্রসাধনীর বিক্রি বেড়েছে 

এবার ঈদকে ঘিরে দেশীয় প্রসাধনীর বিক্রি । ছবি : বাসস

শেরপুর, ১২ মাচর্, ২০২৫ (বাসস) :  ঈদ মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। যা কেবল ধর্মীয় গুরুত্বই বহন করে না, বাণিজ্যিক দিক থেকেও ঈদ গুরুত্বপূর্ণ। এই বিশেষ সময়ে দেশে বিভিন্ন পণ্যের বিক্রি বেড়ে যায়। যার মধ্যে অন্যতম প্রসাধনী । এবার ঈদকে ঘিরে দেশীয় প্রসাধনীর বিক্রি বেড়েছে।

বিশেষত ঈদের সময় সাজগোজের প্রতি নারীদের আগ্রহ বৃদ্ধি পায়। তাই ঈদের আগে বিদেশী প্রসাধনীর পাশাপাশি দেশীয় প্রসাধনীর বিক্রি বেড়ে যায়। তাই জেলায় আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে বিপনি বিতানগুলোতে বিদেশী প্রসাধনীর পাশাপাশি দেশীয় নানা পণ্যের সমাহার রয়েছে। 

ব্যবসায়ীরা বলছেন, সম্প্রতি বিদেশী পণ্যের দাম অনেকটা বৃদ্ধি পাওয়ায় দেশীয় প্রসাধনীর প্রতি  আগ্রহ বেড়েছে ক্রেতাদের। এছাড়া বর্তমান সময়ে দেশীয় ব্র্যান্ডগুলি বৈচিত্র্যময় এবং আধুনিক চাহিদা পূরণে সক্ষম। পাশাপাশি ঈদ উপলক্ষে দেশীয় প্রসাধনীর ব্র্যান্ডগুলো বিভিন্ন ডিসকাউন্ট এবং অফার ঘোষণা করে থাকে। প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের জন্য বিভিন্ন প্যাকেজ এবং উপহারও দিয়ে থাকে। যা দেশীয় পণ্যের বিক্রি বাড়াতে আরও সহায়তা করে। 

ব্যবসায়ী নেতারা বলছেন, এবার ঈদুল ফিতরে জেলার ৩’শ অধিক ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রি হবে নানা ধরনের ও বাহারি প্রসাধনী। জেলার বেশ কয়েকটি বিপনি বিতান ঘুরে দেখা গেছে নারীরা তাদের পছন্দের প্রসাধনী কিনতে ভিড় করছেন বিপনি বিতানগুলোতে। 

এর মধ্যে স্কিনকেয়ার, হেয়ার কেয়ার এবং মেকআপ, সাধারন ক্রিম, উপটান, নেলপালিশ, লিপস্টিক, মেহেদীসহ অন্যানো পণ্যের নতুন ধরনের সংস্করণে আকর্ষণ বেশি তাদের।

জেলা শহরের নিউমার্কেটে প্রসাধনী কিনতে এসেছেন সানজিদা আক্তার জেরিন (৩৪)। তিনি জানান, শীতের পর হঠাৎ গরম পড়তে শুরু করেছে। তাই এই তীব্র গরমে ভারি মেকাপ অস্বস্তির কারণ হতে পারে। তাই এবার ঈদে আমার পছন্দ হালকা ও দেশীয় প্রসাধনী। শহরের বিপি প্লাজায় কথা হয় শিক্ষার্থী জিনিয়া আক্তারের (২৪) সাথে, তিনি বলেন, বিশেষত ঈদের আগে আমরা নিজের ও পরিবারের সদস্যদের জন্য নতুন প্রসাধনী কিনতে আসি। ইদানিং আমাদের পছন্দের শীর্ষে রয়েছে দেশীয় প্রসাধনী। এটি কেবলমাত্র সাশ্রয়ী দামেই নয়, বরং নির্ভরযোগ্য ও নিরাপদ বলে আমাদের কাছে প্রমাণিত হয়েছে। প্রসাধনী ব্যবসায়ী বাপ্পি আহম্মেদ জানান (২৮) ঈদ উপলক্ষে বেশ কিছু নতুন প্রোডাক্ট বাজারে এসেছে। তবে দেশীয় প্রসাধনীর দাম ক্রেতাদের নাগালের মধ্যে থাকায় এবং মানেও ভাল হওয়ায় বিক্রি বেড়েছে। পাশাপাশি আমরা ক্রেতাদের চাহিদার কথা ভেবে বিদেশি প্রসাধনীও দোকানে রেখেছি। ব্যবসায়ী লোকমান হোসেন (২৬) বলেন, আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে জেলার  প্রতিটি বিপনি বিতানের প্রসাধনীর দোকানগুলোতে দেশী, বিদেশী নানা পণ্যের সমাহার রয়েছে। তবে এবছর বিদেশী প্রসাধনীর দাম অনেকটা বেশি। আমরা আশা করছি ঈদের  আগে বিক্রি আরো বাড়বে।