শিরোনাম
রাঙ্গামাটি, ১২ মার্চ ২০২৫ (বাসস) : মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় জেলার নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
সদর উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে বুধবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলার ৪০ জন নিবন্ধিত মৎস্যজীবীর মাঝে ছাগল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার সভাপতিত্বে ছাগল বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা এসিল্যান্ড রুবাইয়া বিনতে কাশেম, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক তোফাজ্জল হোসেন ফাহিম, জেলা মৎস্য বিভাগের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কাপ্তাই হ্রদের জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে এই ছাগল পালন তাদের পারিবারিক সমস্যা সমাধানে অনেক কাজে আসবে। সরকারের পাশাপাশি নিজেদের উদ্যোগেও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির জন্য তিনি সকলকে আহ্বাান জানান।
সভা শেষে জেলার ৪০ জন নিবন্ধিত মৎস্যজীবীর মাঝে ৪ টি করে মোট ১৬০ টি ছাগল বিতরণ করা হয়।