বাসস
  ১২ মার্চ ২০২৫, ১৭:১১
আপডেট : ১২ মার্চ ২০২৫, ১৭:১৬

মুন্সীগঞ্জে অস্ত্রসহ পলাতক আসামি গ্রেফতার

মুন্সীগঞ্জ, ১২ মার্চ, ২০২৫( বাসস ) : জেলার শ্রীনগর থেকে বিদেশি পিস্তলসহ গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. সজীব বেপারীকে (২২) গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গ্রেফতারকৃত আসামি মো. সজীব বেপারী শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের জাহানাবাদ গ্রামের আব্দুল হক বেপারীর পুত্র।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার জানান , গতকাল মঙ্গলবার রাত ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব -১০ শ্রীনগর থানাধীন বাঘড়া ইউনিয়নের জাহানাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় ১টি বিদেশী পিস্তল ও ১টি ম্যাগাজিনসহ আসামি সজীব বেপারীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শ্রীনগর থানায় একাধিক গ্রেফতারী পরোয়ানা রয়েছে। আটক সজীব বেপারী একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রসী। সে বেশ কিছুদিন যাবৎ এলাকায় চুরি, ছিনতাই এবং চাদাঁবাজি করে আসছিল। সজীব বেপারীর বিরুদ্ধে নিয়মিত মামলা করে তাকে শ্রীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।