শিরোনাম
সিরাজগঞ্জ, ১২ মার্চ, ২০২৫ (বাসস) : জেলায় বই পড়ুয়াদের বই পড়াকে উৎসাহিত করার লক্ষ্যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রকাশনা বিভাগের উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে ভ্রাম্যমাণ বই মেলা।
বুধবার দুপুর ১টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে পাঁচদিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতি রায়। বিশেষ অতিথি ছিলেন জেলা কালচারাল অফিসার মোঃ ফারুকুর রহমান ফয়সল ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান। আরও উপস্থিত ছিলেন প্রকাশনা বিভাগের ইনচার্জ দেবজ্যোতি সজল, সংগঠক মোঃ মনিরুজ্জামান, বিক্রয় কর্মকর্তা আবুল কাশেম বাবুল ।
এ বইমেলায় দেশবিদেশের খ্যাতনামা লেখকদের ১০ হাজার বই রয়েছে। মেলা চলবে ১২ থেকে ১৬ মার্চ পর্যন্ত।