শিরোনাম
রাঙ্গামাটি, ১২ মাচ, ২০২৫(বাসস) : জেলায় আগামী ১৫মার্চ ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে। এবার ৮৫ হাজার ৮৬০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা।
আগামী ১৫ মার্চ ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় ১২-৫৯ বয়সী শিশু ৭৫ হাজার ৩২৩ জন এবং ৬-১১ মাস বয়সী শিশু ১০ হাজার ৫৩৭ জনকে এ ক্যাম্পেইনের আওতায় আনা হবে বলে জানান তিনি ।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বুধবার বিকেল সাড়ে ৩টায় জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে এবং জাতীয় পুষ্টিসেবা,স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে এসব তথ্য জানান জেলা সিভিল সার্জন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা খোকন চাকমা, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ প্রমুখ।
সভায় আগামী ১৫ মার্চ অনুষ্ঠিতব্য ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে আলোচনা করা হয় এবং এ কর্মসূচি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করা হয়। সভায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে সচেতনতামুলক প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়। এছাড়া সভার শুরুতে রাঙ্গামাটির প্রবীণ সাংবাদিক ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রয়াত সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদের আত্মার মাগফেরাত কামনা করে ১মিনিট নিরবতা পালন করা হয়। সংবাদ সম্মেলনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৫০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।