শিরোনাম
খুলনা, ১৩ মার্চ, ২০২৫ (বাসস) : যথাসময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনের ওপর গুরুত্বারোপ করে খুলনা সিটি কর্পোরেশনের (খুসিক) প্রশাসক মো. ফিরোজ সরকার বলেছেন, জন্ম ও মৃত্যু সনদ প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার।
তিনি গতকাল বুধবার (১২ মার্চ) খুলনা সিটি কর্পোরেশনের শহীদ আলতাফ মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শহরে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সহজ করার লক্ষ্যে কর্মশালাটি আয়োজিত হয়।
মো. ফিরোজ সরকার, যিনি খুলনার বিভাগীয় কমিশনারও, এসময় তার বক্তব্যে বলেন , মানুষ প্রায়ই হাতে খুব কম সময় নিয়ে নিবন্ধনের জন্য আসেন এবং এক্ষেত্রে তাদের দ্রুত পরিষেবা দেয়াই আমাদের কর্তব্য।
এই প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় বিলম্ব এবং কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না জানিয়ে তিনি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সবাইকে সতর্ক করেন।
তিনি বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন পরিষেবা যেন সুষ্ঠুভাবে এবং সেবাগ্রহীতার অভিযোগ ছাড়াই পরিচালিত হয় তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকলকে যথাযথ দায়িত্বের সাথে কাজটি করার আহ্বান জানান।
খুলনা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ কর্তৃক আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন খুসিক এর প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম।
এতে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত একটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার অফিসের পরিচালক মো. হোসেন শওকত।