শিরোনাম
বাগেরহাট, ১৩ মার্চ, ২০২৫ (বাসস) : বাগেরহাট পৌরসভা শহরে প্রতিদিন ২ হাজার পরিবার রমজান উপলক্ষে টিসিবি'র পণ্য পাচ্ছেন।
শহরের বাসাবাটি আমতলা, শালতলা মোড়, পিসি কলেজ সড়ক, যদুনাথ ইনস্টিটিউট ও পুলিশ সুপার কার্যালয় মহা সড়কসহ ৫ টি স্পটে ট্রাক যোগে প্রতিটি স্পটে ৪ শত পরিবারের সদস্যরা ৪ শ ৫০ টাকায় সহজলভ্যে ১ কেজি করে ছোলা, চিনি ও ২ কেজি করে ডাল, সয়াবিন তেল কিনতে পারছেন। প্রতিদিন দু হাজার পরিবার এ সুযোগ পাচ্ছেন।
ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ শাখার দায়িত্ব প্রাপ্ত সহকারী কমিশনার তারেক রহমান বাসসকে জানান, প্রতিদিন তারা লাইনে দাঁড়িয়ে এন আই ডি কার্ডের ফটোকপি জমা দিয়ে অতি সহজেই প্যাকেজ পণ্য কিনতে পারছেন।
বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি পণ্য ৫ মার্চ থেকে শুক্রবার বাদে ২৮ মার্চ এ কর্মসূচি অব্যাহতঅকবে। বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন, পবিত্র মাহে রমজানের কথা চিন্তা করে সরকার সারাদেশের মতো বাগেরহাটেও টিসিবি পণ্যের মাধ্যমে সাধারণ মানুষ যেন ভালোভাবে রোজা পালন করতে পারে এর জন্যই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়াও অনুরুপ জেলার ৯ টি উপজেলায় টিসিবি পণ্যের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
বাসাবাটির কেবি আলেয়া জানান, এ পণ্য সহজলভ্য হওয়ায় পণ্য কিনে তিনি আনন্দিত।গোবর দিয়া গ্রামের শাহানা, খারদ্বার গ্রামের জাকির হোসেন বলেন, পণ্যের দাম কম করায় এবারের পবিত্র রমজান তাদের ভালোভাবে কাটছে ।