শিরোনাম
ঢাকা, ১৩ মার্চ, ২০২৫ (বাসস) : ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খান, তার স্ত্রী ফেরদৌস খান ও ছেলে ফাহিম সাদেক খানের আরো ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
এরমধ্যে স্ত্রী ফেরদৌস খানের ১৪টি, সাদেক খানের খানের ৫টি, সাদেক খান ও তার ছেলে ফাহিম সাদেকের দুইটি ব্যাংক হিসাব রয়েছে।
আজ ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
এরআগে ৩ ফেব্রুয়ারি সাদেক খান, তার স্ত্রী ফেরদৌস খান ও ছেলে ফাহিম সাদেক খানের ৫০টি ব্যাংক হিসাব বা এফডিয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। ৫০ ব্যাংক হিসাবের মধ্যে সাদেক খানের ১৮, তার স্ত্রীর ৮টি ও ছেলের ২৪টি একাউন্ট রয়েছে। ব্যাংক হিসাব বা এফডিয়ারে গুলোতে ১৯ কোটি ৪১ লাখ ৩৩ হাজার টাকা রয়েছে বলে আবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন।