শিরোনাম
রাঙ্গামাটি, ১৩ মার্চ, ২০২৫ (বাসস): জেলার সাজেক ভ্যালিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থানীয় ৪২ লুসাই ও ত্রিপুরা পরিবারকে আজ গৃহস্থালি জিনিসপত্রসহ আর্থিক সহায়তা প্রদান করেছে বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবি ও মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) মারিশ্যা জোন।
বৃহস্পতিবার দুপুর ১টায় সাজেক রুইলুই পাড়া ত্রিপুড়া কমিউনিটি সেন্টারের সামনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লুসাই ও ত্রিপুড়া পরিবারের মধ্যে এসব সহায়তা প্রদান করেন বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম।
এ সময় ২৭ বিজিবি মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ এবং ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো: মহিউদ্দিন ফারুকীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।