বাসস
  ১৩ মার্চ ২০২৫, ১৬:৩০

চুয়াডাঙ্গায় সেমাই ও হলুদের গুড়ার কারখানায় জরিমানা

চুয়াডাঙ্গায় সেমাই ও হলুদের গুড়া তৈরির কারখানায় বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালায়। ছবি : বাসস

চুয়াডাঙ্গা, ১৩ মার্চ, ২০২৫ (বাসস) : জেলায় সেমাই-হলুদের গুড়া তৈরি কারখানায় অভিযান চালিয়ে  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ২০ হাজার টাকা জরিমানা করেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টায়  চুয়াডাঙ্গা শহরতলীর  দৌলতদিয়াড়ে এ  অভিযান  চালানো হয়।

চুয়াডঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের  সহকারী পরিচালক  মোহাম্মদ মামুনুল হাসান জানান,  চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়ার এলাকায় কয়েকটি মুড়ি, হলুদের গুড়া ও মরিচের গুড়া তৈরি কারখানায় অভিযান পরিচালনা করা হয়।  এ সময় মানহীন ভেজাল  

হলুদের গুড়া তৈরির অপরাধে মুন্না মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মেসার্স এস ডি সেমাই মিলে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির প্রমান পাওয়া যায়। এ অভিযোগে মালিক  হাফিজুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় ভোক্তা অধিকারের কর্মকর্তা রফিকুল ইসলাম, ক্যাব  সদস্য ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।