বাসস
  ১৩ মার্চ ২০২৫, ১৭:১৩

ঝিনাইদহে গড়াই নদীর কুমির লোকালয়ে 

কুমির লোকালয়ে । ছবি : প্রতীকী

ঝিনাইদহ, ১৩ মার্চ, ২০২৫ (বাসস) : জেলার শৈলকুপা উপজেলার গোবিন্দপুর গ্রামে গড়াই নদী থেকে একটি বিশালাকৃতির কুমির ধরে গ্রামবাসীকে উল্লাস করতে দেখা যায়। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার ভোরে খুলনা বন বিভাগের কর্মীরা কুমিরটি উদ্ধার করে নিয়ে যায়। কুমিরটি ডিম পাড়ার জন্য নদী থেকে ডাঙ্গায় উঠে আসলে গ্রামবাসী ধরে ফেলে।

খুলুমবাড়িয়া গ্রামের বাসিন্দারা জানান, গড়াই নদীতে বেশ কিছুদিন ধরে ৪টি কুমির ভাসতে দেখা যায়। বুধবার রাতে শৈলকুপার হাকিমপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের একটি গোয়াল ঘরের পাশ থেকে ৮ থেকে ১০ ফুট লম্বা কুমিরটি হাটাহাটি করছিল। এসময় গ্রামবাসী কুমিরটি ধরে ফেলে।

এ খবর জানতে পেরে সরকারের অ্যাটর্নি জেনারেল মো.  আসাদুজ্জামান কুমিরটির জীবন রক্ষা ও উদ্ধারের জন্য স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামকে নির্দেশনা দেন। পরে শৈলকুপা থানা পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা খবর পেয়ে কুমিরটি উদ্ধার করে বৃহস্পতিবার সকাল ৯টায় খুলনা নিয়ে যান।

শৈলকুপা উপজেলা বন কর্মকর্তা মখলেচুর রহমান জানান, খুলুমবাড়ি গড়াই নদীর তীরবর্তী এলাকা। গড়াই নদী থেকে বিশাল আকৃতির একটি কুমির লোকালয়ে চলে আসে। পরে এলাকাবাসী কুমিরটি আটক করে। কুমিরটি উদ্ধার করে  আজ সকাল ৯টায় খুলনা বিভাগীয় বন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।