বাসস
  ১৩ মার্চ ২০২৫, ১৯:০২

 সুনামগঞ্জে ১৬০ লিটার সোয়াবিন তেল জব্দ 

ছবি : বাসস

সুনামগঞ্জ, ১৩ মার্চ ,২০২৫ (বাসস) : জেলা শহরে আজ অভিযান চালিয়ে বোতলে মোড়ক না থাকায় ১৬০ লিটার সোয়ানিবন তেল জব্দ করেছে বাজার মনিটরিং কমিটি। শহরের কিচেন মার্কেট সংলগ্ন নতুন বাজারের অনিল ষ্টোর থেকে এসব মোড়ক বিহীন সোয়াবিন তেল জব্দ করা হয়। একই সঙ্গে ওই মুদি দোকানীকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

এ ছাড়াও ওই বাজারের রোকেয়া ষ্টোরকে মেয়াদ উত্তীর্ণ মালামাল রাখার দায়ে ৫ হাজার টাকা এবং শ্যামল ষ্টোরকে ৫শত টাকা জরিমানা করা হয়।

আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৩ থেকে থেকে সাড়ে ৪টা পর্যন্ত শহরের পুরাতন জেল রোড ও কিচেন মার্কেট সংলগ্ন নতুন বাজারে এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (এনডিসি) সাকিবুর রহমানের নেতৃত্ব বাজার মনিটরিং এ অংশ নেন জেলা ক্যাবের সিনিয়র সহসভাপতি মো. দিলোয়ার হোসেন, সাধারণ সস্পাদক ও বাজার মনিটরিং কমিটির সদস্য  মোহাম্মদ শাহজাহান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ফয়সল আহমদ। 

এ সময় বাজার মনিটরিং কমিটিকে সদর মডেল থানার একদল পুলিশ সদস্য সহযোগিতা করেন।