শিরোনাম
ঢাকা, ১৩ মার্চ, ২০২৫ (বাসস) : ‘১৫টি মেডিকেল কলেজে ও ৪৪টি জেলায় ডায়ালাইসিস ইউনিট স্থাপন প্রকল্প’ -এর আওতায় ডায়ালাইসিস মেশিন ক্রয়ের দরপত্রে অনিয়ম ও দুর্নীতি এবং স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যসহ নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
টিম প্রথমে স্বাস্থ্য অধিদপ্তর থেকে অভিযোগ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে।
পরবর্তীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজিতে (এনআইকেডিইউ) অবস্থিত প্রকল্প অফিস থেকে প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে। টিম জানতে পারে, ওই প্রকল্পের টেন্ডার মোট ৩ বার আহ্বান করা হয়।
প্রথম টেন্ডারের ক্ষেত্রে টেন্ডার মূল্যায়ন কমিটি কোনো প্রতিবেদন দাখিল করেনি এবং সর্বশেষ টেন্ডার বিজ্ঞপ্তির পরে মৌখিক নির্দেশনায় বাতিল করা হয়েছে। সার্বিক বিবেচনায়, অধিদপ্তরের কর্মকর্তা ও ঠিকাদারদের যোগসাজশে জনগুরুত্বপূর্ণ এই প্রকল্পের টেন্ডার কার্যক্রম স্থগিত হয়ে আছে বলে টিমের নিকট প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।
কতিপয় গোষ্ঠীর স্বার্থ রক্ষার্থে বারবার প্রকল্প পরিচালক পরিবর্তন করার কারণে টেন্ডার কার্যক্রমে বিলম্ব হচ্ছে বলে অভিযানকালে টিমের নিকট প্রতীয়মান হয়েছে।
টিম অভিযানকালে টেন্ডার সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে।
অধিদপ্তরের চিকিৎসক, টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের বদলি সংক্রান্ত অনিয়ম ও দুর্নীতির বিষয় অধিকতর যাচাইয়ের নিমিত্ত অধিদপ্তর থেকে প্রয়োজনীয় রেকর্ডপত্র চাওয়া হয়েছে। সকল রেকর্ডপত্র প্রাপ্তিসাপেক্ষে পূর্ণাঙ্গরূপে বিশ্লেষণপূর্বক বিস্তারিত এনফোর্সমেন্ট প্রতিবেদন কমিশনের কাছে দাখিল করা হবে।
এ ছাড়া চট্টগ্রামের আগ্রাবাদে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে মৃত কর্মচারীর পেনশনের টাকা জালিয়াতির মাধ্যমে উত্তোলন করে আত্মসাত সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম-১ জেলা কার্যালয় থেকে আজ অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে।
অভিযান পরিচালনাকালে মৃত কর্মচারীর পেনশনের টাকা উত্তোলন সংক্রান্তে নমিনি কর্তৃক এক অপ্রাপ্তবয়স্ক পুত্রকে টাকা উত্তোলনের ক্ষমতা প্রদান সংক্রান্ত রেকর্ডপত্রাদি পর্যালোচনা করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।