বাসস
  ১৩ মার্চ ২০২৫, ২০:১৩

এইচএসসি ভোকেশনালের ফরম পূরণের সময় বাড়লো

ঢাকা, ১৩ মার্চ, ২০২৫ (বাসস) : এইচএসসি বিএম-বিএমটি ও এইচএসসি ভোকেশনাল এবং ডিপ্লোমা-ইন-কমার্স শিক্ষাক্রমের ১ম ও ২য় বর্ষ চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণের সময় ২৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপায়েত উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের অনলাইনে টিসি, পিসি নম্বর এন্ট্রি ও ফরম পূরণের তারিখ আগামী ২৭ মার্চ পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে।