শিরোনাম
ঢাকা, ১৩ মার্চ, ২০২৫ (বাসস) : পাসপোর্ট চেয়ে মাইকেল চাকমার আবেদনটি সাত দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিভাগ।
পাসপোর্ট না পেয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা রিট পিটিশন দায়ের করেন।
বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের প্রতি আজ রুলসহ অন্তবর্তীকালীন নির্দেশ দেন।
আদালতে মাইকেল চাকমার পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল্লাহ আল নোমান, আবদুল্লাহ মাহমুদ হাসান ও অ্যাডভোকেট মনিরা হক মনি।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ শফিকুর রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ।
গত ৭ আগস্ট আয়নাঘর থেকে মুক্তি পান ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গুমের শিকার হন।