বাসস
  ১৩ মার্চ ২০২৫, ২০:৩৭

কক্সবাজারে বন্য হাতির মৃত্যু

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উখিয়া উপজেলার জুমছড়ি সংরক্ষিত বনে একটি বন্য হাতির মৃত্যুর ঘটনা ঘটে। ছবি: বাসস

কক্সবাজার, ১৩ মার্চ, ২০২৫ (বাসস) : জেলার উখিয়া সংরক্ষিত বনে আজ একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। রক্ত বমি করতে করতে হাতিটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। মৃত এ পুরুষ হাতিটার বয়স আনুমানিক ৩৫ বছর।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উখিয়া উপজেলার জুমছড়ি সংরক্ষিত বনে এ দুর্ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (দক্ষিণ) মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, উখিয়ার ইনানী পাহাড়ি এলাকা থেকে একটি হাতি রক্ত বমি করতে করতে জুমছড়ি এলাকায় গিয়ে মৃত্যু হয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে, দীর্ঘদিন ধরে হাতিটি অসুস্থ ছিল।

বিভাগীয় বন কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য স্থানীয় প্রাণি সম্পদ কর্মকর্তা ও বন বিভাগের একজন ডাক্তারকে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে জানা যাবে কি কারণে হাতিটির মৃত্যু হয়েছে।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালীর সংরক্ষিত বনে একটি হাতির মৃত্যু হয়। একইভাবে ১৮ জানুয়ারি টেকনাফের হ্নীলা সংরক্ষিত বনে এবং ২০২৩ সালের ২৭ নভেম্বর দুইটি হাতির মৃত্যু হয়।