বাসস
  ১৪ মার্চ ২০২৫, ১৫:৩৯

পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের দোল উৎসব উদযাপন

পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের পরস্পরকে আবির রাঙ্গিয়ে দোল উৎসব উদযাপন। ছবি: বাসস

পটুয়াখালী, ১৪ মার্চ, ২০২৫ (বাসস) : জেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা বা হোলি উৎসব উদযাপন হয়েছে।

আজ শুক্রবার সকাল থেকে জেলা সহ উপজেলা গুলোতে মন্দির ও সনাতনী পাড়া গুলোতে অনুষ্ঠিত পূজা, হোম যজ্ঞ ও প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে উৎসবটি উদযাপন করেন সনাতনীরা।

দোলযাত্রা হিন্দু বৈষ্ণবদের উৎসব।  বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা এবং তার সখীদের সঙ্গে আবির খেলছিলেন। সেই ঘটনা থেকে দোল খেলার উৎপত্তি। এ কারণে দোলযাত্রার দিন এ মতের বিশ্বাসীরা রাধা-কৃষ্ণের বিগ্রহ আবির রাঙিয়ে দোলায় চড়িয়ে কীর্তনে বের হন। এ সময় তারা রং খেলার আনন্দে মেতে ওঠেন।

এদিকে সকাল থেকে বিকাল পর্যন্ত এ উৎসব চলবে। হিন্দু ধর্মাবলম্বীরা পরস্পরকে আবির রাঙ্গিয়ে এ উৎসব উদযাপন করেন।