শিরোনাম
সিরাজগঞ্জ, ১৫ মার্চ ২০২৫ (বাসস): জেলায় এবার ১৫টি স্থায়ী এবং দুইহাজার ১১২টি অস্থায়ী টিকাদান কেন্দ্র সহ ২ হাজার ১২৭টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে মোট লাখ ৭৪ হাজার ৪৪২ জন শিশুদের নীল ও লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫২ হাজার ৪৪৫ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ২২ হাজার ৪৪২ শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খারওয়ানো হবে।
আজ শনিবার সকালে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।
এ সময় জেলার সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকিকুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন জানান, শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধে ও শিশু মৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে দেশব্যাপী ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে।