বাসস
  ১৬ মার্চ ২০২৫, ০০:২৪

পিরোজপুরে বিএনপি'র বরিশাল বিভাগীয় ৩ জেলা সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবি : বাসস

পিরোজপুর, ১৫ মার্চ ২০২৫ (বাসস): বরিশাল বিভাগের তিন জেলা ঝালকাঠি, বরগুনা, পিরোজপুরের দলীয় নেতাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে পিরোজপুর জেলা  শিল্পকলা একাডেমিতে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুল আউয়াল মিন্টু। সভাপতিত্ব করেন বিএনপির বরিশাল বিভাগীয় সহ -সাংগঠনিক সম্পাদক  মাহাবুবুল হক নান্নু। প্রধান বক্তা ছিলেন, বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান।

সঞ্চালনা করেন  পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা।

মত বিনিময় সভায় প্রধান অতিথি  আব্দুল আউয়াল মিন্টু  বলেন, বাংলাদেশের প্রতিটি জেলার দলের নেতাদের সাথে কথা বলার প্রয়োজন আছে বলে  মনে করেন  আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই কারণে তার নির্দেশ অনুযায়ী আমরা প্রতিটি জেলায় গিয়ে মূল দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে কথা বলছি এবং সাংগঠনিকভাবে দলকে আরও শক্তিশালী করার চেষ্টা করছি।