বাসস
  ১৬ মার্চ ২০২৫, ১৩:২০

ফেনীতে ৫শতাধিক পরিবার পেলো রেড ক্রিসেন্টের সহায়তা

রোববার ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে বিশেষ সহায়তা প্যাকেজ বিতরণ করা হয়। ছবি : বাসস

ফেনী, ১৬ মার্চ, ২০২৫ (বাসস) : ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫শ' ৩৪ পরিবারকে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে বিশেষ সহায়তা প্যাকেজ বিতরণ করা হয়েছে। 

আজ সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট ফেনী ইউনিটের ভাইস চেয়ারম্যান জিয়া উদ্দিন আহমেদ মিষ্টার। বিশেষ অতিথি ছিলেন রেড ক্রিসেন্টের কার্যকরি সদস্য শেখ ফরিদ বাহার।

উপ-যুব প্রধান-১ আবদুল হালিম জুলহাসের পরিচালনায় এসময় ইউনিয়ন পরিষদ প্রশাসক ও উপজেলা রিসোর্স কর্মকর্তা খলিলুর রহমান, রেড ক্রিসেন্টের কার্যকরি সদস্য রাসেল চৌধুরী, ইউনিট লেভেল কর্মকর্তা আবদুল মান্নান, ইউনিয়ন বিএনপির আহবায়ক ওবায়দুল হক আইয়ুব, সদস্য সচিব কাজী কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

জিয়াউদ্দিন আহমেদ মিষ্টার জানান, প্রতিটি প্যাকেজে রয়েছে গোসলের সাবান ১২টি, কাপড় ধোয়ার সাবান ৮টি, স্যানিটারি প্যাড ১ প্যাকেট, টয়লেট টিস্যু ৫ প্যাকেট, টয়লেট ব্রাশ ১টি, নেইল কাটার ১টি, টুথ ফেস্ট ২টি, টুথ ব্রাশ ৫টি, হ্যান্ড ওয়াশ ১টি, হ্যান্ড ওয়াশ রিফিল প্যাক ২টি, নারিকেল তেল ১ বোতল, চিরুনি ১টি ও তোয়ালে ১টি রয়েছে। ইতিপূর্বে এ ইউনিয়নের ৫২০ পরিবারকে ৬ হাজার ১শ ২০ টাকা করে দেওয়া হয়েছে।