বাসস
  ১৬ মার্চ ২০২৫, ১৩:২৭

হবিগঞ্জে হত্যা মামলার আসামী মারুফ গ্রেফতার 

হবিগঞ্জের আলোচিত তাজুল ইসলাম হত্যা মামলার আসামী মারুফ মিয়া গ্রেফতার।

হবিগঞ্জ, ১৬ মার্চ, ২০২৫ (বাসস) : জেলার বাহুবল উপজেলার আলোচিত তাজুল ইসলাম হত্যা মামলার আসামী মারুফ মিয়া (৩৭) কে গ্রেফতার করেছে র‌্যাব-৯ এর হবিগঞ্জ ইউনিট। সে বাহুবল উপজেলার  দক্ষিণ দৌলতপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ।

আজ রোববার  সকাল ১০টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১০টার দিকে  র‌্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল বাহুবল উপজেলার করাঙ্গী ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে মারুফকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।