বাসস
  ১৬ মার্চ ২০২৫, ১৬:০৫

নারী নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে সনাকের মানববন্ধন 

নারী নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে সনাকের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। ছবি: বাসস

ঝিনাইদহ, ১৬ মার্চ ২০২৫ (বাসস): নারী ও শিশুর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক)’র জেলা শাখা শহরের পায়রা চত্ত্বরে আজ এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত ধর্ষণ, নিপীড়ন ও নারী-শিশুর প্রতি সহিংসতায় জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়।

বক্তারা বলেন, মানবিকতা ও নৈতিক মূল্যবোধের অবক্ষয় সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। নারী ও শিশুর প্রতি নিপীড়ন কোন সভ্য সমাজের চিত্র হতে পারে না। এ ধরণের অপরাধ রোধে আইনের সঠিক প্রয়োগের পাশাপাশি মানুষের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। 

মানববন্ধনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি)'র এরিয়া কো- অর্ডিনেটর হুমায়ুন কবির, সনাকের সহ-সভাপতি আহমেদ হোসেন, ইয়েস দলনেতা মাজহারুল ইসলাম, সনাকের ইন্টার্ন দলনেতা ফয়সাল আহমেদ, সনাকের সদস্য সানজিদা খাতুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুর ইসলাম পাখি, সদস্য ইলা রানী চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।