বাসস
  ১৬ মার্চ ২০২৫, ১৯:৪৩

স্পেসএক্স বাংলাদেশের বিমানবন্দরে স্টারলিংক পরিষেবা চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে

ঢাকা, ১৬ মার্চ, ২০২৫ (বাসস): স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা প্রদানকারী স্টারলিংকের মূল কোম্পানি স্পেসএক্স আজ বিমানবন্দরগুলোতে সেবা প্রদানের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেছে।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার-ভাইস মার্শাল মো. মঞ্জুর কবির ভূঁইয়া এবং স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার রিচার্ড এইচ. গ্রিফিথের মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠককালে তারা বাংলাদেশের বিমানবন্দরগুলোতে স্টারলিংকের পরিষেবা চালু করার সম্ভাবনা এবং এর মাধ্যমে যাত্রী পরিষেবা উন্নত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন, বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বেবিচক চেয়ারম্যান বাংলাদেশ সফরের জন্য স্পেসএক্স প্রতিনিধিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এই বিষয়ে পারস্পরিক সহযোগিতার আশা প্রকাশ করেন।

গত মাসে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের মধ্যে ফোনে একটি কথোপকথন হয়েছিল।

আলোচনার সময়, তারা বাংলাদেশে স্টারলিংক পরিষেবা চালু করার প্রয়োজনীয়তা এবং যত তাড়াতাড়ি সম্ভব এটি বাস্তবায়নের সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।