বাসস
  ১৬ মার্চ ২০২৫, ২০:১৫

মুন্সীগঞ্জে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ । ছবি : বাসস

মুন্সীগঞ্জ, ১৬ মার্চ ২০২৫ (বাসস): জেলায় আজ পবিত্র রমজান মাস উপলক্ষে ইসলামিক  সাংস্কৃতিক প্রতিযোগিতায় হামদ, নাত, আজান এবং শুদ্ধ কোরআন তেলাওয়াতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

আজ রোববার বিকাল তিনটায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা পর্যায়ে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এ প্রতিযোগিতায় প্রতিটি ইভেন্টে বিজয়ীদের ক্রেষ্ট,সনদপত্র সহ নগদ অর্থ প্রদান করা হয়। ১ম বিজয়ীকে  ৫ হাজার টাকা, ২য় বিজয়ীকে ৩ হাজার টাকা এবং ৩য় বিজয়ীকে ২ হাজার টাকা প্রদান করা হয়।

এ প্রতিযোগিতায় ৩ টি গ্রুপে ৪ টি ইভেন্টে মোট ৭২ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৌসুমী মাহবুবের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাউল গনি ওসমানি এবং বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

প্রতিযোগিতায় বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, দাখিল এবং কওমী মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহন করে।