বাসস
  ১৬ মার্চ ২০২৫, ২০:৩৫

স্ত্রী-সন্তানসহ নেত্রকোনার মদন পৌরসভার সাবেক মেয়র হান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা, ১৬ মার্চ ২০২৫ (বাসস): নেত্রকোনা জেলার মদন পৌরসভার সাবেক মেয়র মো. আব্দুল হান্নান তালুকদার, তার স্ত্রী খুশনো চৌধুরী, ছেলে মো. মুজিবুল হাসান খালেদ, রেজয়ানুল হাসান ইমন ও  আবরার হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ  আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম  এ তথ্য জানান।

আবেদনে বলা হয়েছে, নেত্রকোনার মদন পৌরসভার সাবেক মেয়র মো. আব্দুল হান্নান তালুকদার,  ও তার অন্যান্য আত্মীয় স্বজনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক হাট বাজার ইজারার অর্থ লোপাট, টেন্ডার বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতপূর্বক নিজের নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানের বিষয়টি রাষ্ট্রের স্বার্থে মানিলন্ডারিং প্রতিরোধে অতীব গুরুত্বপূর্ণ। অনুসন্ধানকালে গোপনসূত্রে জানা যায় যে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণ বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। বিধায়, অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন। 

আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।