শিরোনাম
নাটোর, ১৭ মার্চ, ২০২৫ (বাসস) : স্কাউটস্ আন্দোলনকে আরো গতিশীল করতে নাটোর জেলা রোভারের ৩২ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
আজ বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রোভারের সভাপতি আসমা শাহীনের সভাপতিত্বে জেলা রোভারের নির্বাহী কমিটি সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় জেলা প্রশাসক বলেন, স্কাউটস্ আন্দোলনে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা ফেরদৌস, বাংলাদেশ স্কাউটস্ নাটোর জেলা লোভারের কমিশনার ড. মোঃ আল আমিন ইসলাম এবং সম্পাদক আবু সাঈদ মোঃ আক্রামুজ্জামান।