বাসস
  ১৭ মার্চ ২০২৫, ১৮:৩৩

ফরিদপুরে জাতীয়তাবাদী মহিলা দলের সভা 

ফরিদপুর প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের সভা । ছবি : বাসস

ফরিদপুর, ১৭ মার্চ ২০২৫ (বাসস) : জেলায় আজ ধর্ষণের শিকার কন্যা শিশু আছিয়া হত্যার বিচারের দাবিতে শোকসভা করেছে জাতীয়তাবাদী মহিলা দল।     

আজ সোমবার বেলা ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।  

মহানগর মহিলা দলের সভাপতি রোকসানা পারভীন পাপিয়ার সভাপতিত্বে এ কর্মসূচিতে ফরিদপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসরিন আলম, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক শিল্পী আক্তার, কোতোয়ালী থানা মহিলা দলের সভাপতি সেলিনা জাহান প্রমুখ বক্তব্য রাখেন। 

এ সময় বক্তারা, শিশু আছিয়া হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান।