শিরোনাম
সুনামগঞ্জ, ১৭ মার্চ ২০২৫ (বাসস) : জেলায় আজ বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি ডিপার্টমেন্টাল স্টোরকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে বাজার মনিটরিং কমিটি।
আজ সোমবার দুপুর সোয়া ২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সুনামগঞ্জ শহরের স্টেশন রোডে অভিযান চালিয়ে ৫ ডিপার্টমেন্টাল ষ্টোরকে ২২হাজার টাকা জরিমানা করা হয়।
সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার রবিউর রায়হানের নেতৃত্বে এ অভিযানকালে জেলা ক্যাবের সিনিয়র সহসভাপতি মো. দিলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও বাজার মনিটরিং কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বাজার মনিটরিং কমিটির সূত্রে জানাগেছে, সোমবার দুপুর সোয়া ২ টা থেকে বিকেল ৮ টা পর্যন্ত জেলা শহরের স্টেশন রোডে বাজার মনিটরিং কমিটির অভিযানকালে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে সৌখিন ডিপার্টমেন্টাল স্টোরের মালিক ওবায়দুর রহমানকে ৩ হাজার টাকা, পণ্যের গায়ে মূল্য না থাকায় বনফুল-এর ম্যানেজারকে ৫ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে মধুবন-এর ম্যানেজার নাছির উদ্দিনকে ৩ হাজার টাকা, একই অপরাধে পিউরিয়ার ম্যানেজার মোবারক হোসেনকে ৬ হাজার টাকা এবং অপরিছন্ন থাকায় ফুলকলি’র ম্যানেজার জাহাঙ্গীর আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।