বাসস
  ১৭ মার্চ ২০২৫, ১৯:৩৭

তিনঘণ্টা পর ভৈরব স্টেশন ছেড়ে গেছে কিশোরগঞ্জ এক্সপ্রেস

কিশোরগঞ্জ এক্সপ্রেস। ছবি: বাসস

কিশোরগঞ্জ, ১৭ মার্চ ২০২৫ (বাসস): জেলায় আজ বিকালে তিনঘণ্টা পর ভৈরব স্টেশন ছেড়ে গেছে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন। 

আখাউড়া থেকে ইঞ্জিন এনে বিকেল ৫টার দিকে ট্রেনটি স্টেশন ছেড়ে যায়। 

এর আগে, সোমবার দুপুর পৌঁনে ২টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের অদূরে কালিকাপ্রসাদ নামক স্থানে এসে বিকল হয়ে পড়ে কিশোরগঞ্জ এক্সপ্রেসে ট্রেনের ইঞ্জিন।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার খলিলুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকাল সাড়ে ১০টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে সোয়া ১টায় ভৈরব জংশনে এসে পৌঁছায়। 

সেখানে নির্দিষ্ট সময়ের যাত্রা বিরতির পর কিশোরগঞ্জের উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে আসে। ভৈরব থেকে কয়েক কিলোমিটার সামনে কালিকাপ্রসাদ নামক স্থানে আসতেই ইঞ্জিন বিকল হয়ে পড়ে। রেলপথের যোগাযোগ সচল রাখতে অন্য ট্রেনের ইঞ্জিন দিয়ে উল্টো পথে পুনরায় ট্রেনটিকে ভৈরব স্টেশনে নেয়া হয়। 

পরে আখাউড়া থেকে ইঞ্জিন এনে বিকেল ৫টার দিকে কিশোরগঞ্জ এক্সপ্রেসে ট্রেনটি ভৈরব স্টেশন ছেড়ে যায়।