শিরোনাম
চট্টগ্রাম, ১৭ মার্চ, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধ একাধিক ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিন ইটভাটার মালিককে সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন, ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দীন ও ফটিকছড়ির ভুজপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইটভাটাগুলো হলো- মেসার্স বাংলা বাজার ব্রিকস, মেসার্স ন্যাশনাল ব্রিকস এবং মেসার্স ফটিকছড়ি ব্রিকস।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, সোমবার দিনভর উপজেলার পাইন্দং, লম্বাবিল এবং ভুজপুরের কাজীরহাট এলাকায় তিনটি অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন অপরাধে এসব ভাটা মালিককে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করায় তিনটি ভাটাকে মোট ৭ লাখ টাকা জরিমানা করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’