বাসস
  ১৮ মার্চ ২০২৫, ১০:৩১

নাটোর প্রেসক্লাবের ইফতার মাহফিল 

নাটোর প্রেসক্লাবের বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত। ছবি: বাসস

নাটোর, ১৮ মার্চ, ২০২৫ (বাসস) : নাটোর প্রেসক্লাবের বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত। 

নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবনের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার রুহুল আমিন এবং জেলা তথ্য অফিসার মোঃ আঃ আওয়াল।

ইফতার মাহফিলে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নাটোর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাসুদুর রহমান।