বাসস
  ১৮ মার্চ ২০২৫, ১২:৪০

ঈদ সামনে রেখে শেরপুরে বেড়েছে আতর টুপি ও জায়নামাজ বিক্রি

ঈদ সামনে রেখে শেরপুরে বেড়েছে আতর টুপি ও জায়নামাজ বিক্রি। ছবি: বাসস

শেরপুর, ১৮ মার্চ, ২০২৫ (বাসস) : ঈদ সামনে রেখে শেরপুরে বেড়েছে আতর টুপি ও জায়নামাজ বিক্রি । নতুন পাঞ্জাবির পাশাপাশি নামাজের জন্য সবার পছন্দ নতুন টুপি, পাঞ্জাবি, জায়নামাজ ও সাথে সুগন্ধি আতর। তাই ঈদ যতই ঘনিয়ে আসছে সুরমা, আতর, টুপি, তসবি আর জায়নামাজের দোকানগুলোতেও ভিড় ততই বাড়ছে। 

সরেজমিনে দেখা গেছে, শেরপুরের তেরাবাজার মসজিদ মার্কেট ছাড়াও খরমপুর, নয়আনী বাজার, কাকলি মার্কেট, নিউমার্কেট মোড়সহ ফুটপাথের বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে আতর, টুপি, তসবিহ ও সুরমা। ফুটপাথে মৌসুমী এসব অস্থায়ী দোকান পরিচালনাকারী অধিকাংশই মাদ্রাসা ও কলেজর শিক্ষার্থী। তাদের  সঙ্গে কথা বলে জানা গেছে, রমজানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এসব পণ্য বিক্রি করে বাড়তি আয় করছেন তারা। ব্যবসায় লাভের টাকা একদিকে যেমন তাদের ব্যক্তিগত চাহিদা মেটাচ্ছে অন্যদিকে সংসারের কাজেও আসছে।

বিপণী বিতানের ব্যবসায়ীরা জানান, প্রতি বছরের ন্যায় এবছরও ১০তম রোজার পর থেকে টুপি, পাঞ্জাবি, জায়নামাজ, সুগন্ধি আতর, সুরমা, তসবি এসব পণ্যের বিক্রি অনেকটা বেড়েছে। তারা আরও বলেন, আতরের  মধ্যে রয়্যাল, কদম, ফেরারি এগুলো বেশি চলে। সবগুলো মিলির (ছোট) দামই ১৫০ থেকে ২০০ টাকা। দামি আতরের তুলনায় কম  টাকার আতরের দিকেই বেশি নজর ক্রেতাদের। এবছর শেরপুরের বাজারে জেসমিন, হাসনা হেনা, রজনীগন্ধা, বেলি, চকোলেট মাক্সসুলতান, জান্নাতুল ফেরদৌস, রয়েল, ফিগো, হাজরে আসওয়াদ নামের আতরসহ অন্যানো নামকরা ব্রান্ডের আতরের পর্যাপ্ত সরবারহ রয়েছে। এগুলোর দাম প্রতি এমএল ৩০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত। আতর ছাড়াও দোকানে বিভিন্ন বাহারি ও মনকাড়া ডিজাইনের আতরদানিও পাওয়া যায়।

বিক্রেতারা জানান, এবছর তুরস্ক, ভারত, সৌদি আরব, কাতার ও মালয়েশিয়ার তৈরি টুপি বেশি বিক্রি হচ্ছে। নকশা, কাপড়ভেদে ১০০ টাকা থেকে ৬০০ টাকা দামের টুপিও পাওয়া যায়। এছাড়া দোকানগুলোতে বিভিন্ন নকশা ও ম্যাটেরিয়ালের জায়নামাজও রয়েছে। সুতি, মখমল, সিলিকন, পশমিসহ বিভিন্ন রকমের এসব জায়নামাজ বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, কাশ্মির, বেলজিয়াম, চীন, সৌদি আরব ও কাতার থেকে আসে। এসব জায়নামাজের দাম ১৫০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত।

এছাড়া রয়েছে কাঠ, প্লাস্টিক, মুক্তা, পাথর, হাতির দাঁত, হরিণের শিং, ক্রিস্টালসহ বিভিন্ন উপাদানে তৈরি তসবি। এর মধ্যে ২৫ গুটি, ৫০ গুটি থেকে শুরু করে ১০০, ২০০, ২৫০ ও সর্বোচ্চ ৫০০ গুটির তসবিহ পাওয়া যায়। তবে ডিজিটাল তসবিরও চাহিদা বেশি। এসব তসবির দাম ৫০ থেকে শুরু করে ৫০০ টাকার পর্যন্ত।

টুপি ও সুগন্ধি আতর কিনতে আসা শিক্ষার্থী আরমান আলিফ (২৬) জানান, মুসলিম উম্মাহর বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ। এ ঈদে নতুন পাঞ্জাবির পাশাপাশি নতুন টুপি, শরীরে সুগন্ধি আতর বাড়তি সৌন্দর্য যোগ করে। তাই ঈদের আগে পছন্দের টুপি ও আতর কিনতে এসেছি। বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করেন কামাল উদ্দিন (৪৫)  বলেন, ঈদে জামাতে জায়নামাজ ব্যবহার একটি পুরনো ঐতিহ্য বহন করে। ছোট বেলায় আমরা দেখেছি বাবা ও চাচারা  জায়নামাজ হাতে করে ঈদগাহে যেতেন। তাই সেই পুরনো ঐতিহ্যের কথা মনে করে একটি জায়নামাজ কিনতে এসেছি।

রোমানিয়া বোরকা হাউজের সাইফুল ইসলাম (৩৮) বলেন, গত বছরের তুলনায় এবছর বিক্রি ভালো। আশা করছি ঈদ যত ঘনিয়ে আসবে-বিক্রি তত বাড়বে। তেরাবাজার ক্যাপ হাউজের কফিল উদ্দিন (৪৮) জানান, এবছর দেশীয় পণ্যের পাশাপাশি দোকানে বিদেশী নানা পণ্যের সমাহার রয়েছে। এছাড়া ক্রেতাদের পছন্দ ও চাহিদার কথা চিন্তা করে বিদেশী নামিদামি কিছু ব্রান্ডের সুগন্ধী আতর ও জায়নামাজ ডিসপ্লে করা আছে।