বাসস
  ১৯ মার্চ ২০২৫, ১৪:০৮

বগুড়ায় ঈদ যাত্রায় যানজট নিরসনে মাঠে পুলিশ

বগুড়া শহরে যানজট অনেকটাই কমে এসেছে। ছবি : বাসস

।। কালাম আজাদ ।।

বগুড়া, ১৯ মার্চ ,২০২৫ (বাসস) : রমজান মাসজুড়ে বগুড়া শহরে যানজট নিসরনে মাঠে নেমেছে পুলিশ। শহরকে পরিচ্ছন্ন রাখতে এবং ঈদ যাত্রায় ভাগািন্ত এড়াতে  গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। জেলা পুলিশের পক্ষ থেকে মোটাচাকার অটোরিকশা মূল শহরের প্রবেশ করতে দেয়া হচ্ছে না। 

এতে করে অনেকটা যানজটমুক্ত হয়েছে প্রাণকেন্দ্র সাতমাথা। ফলে পথচারীসহ সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারছেন।

বগুড়া শহরে অবৈধ অটোরিকশাসহ যানবাহনের সংখ্যা দিন দিনে বেড়ে যাওয়ায়নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশের। পুরো শহর জুড়ে ইজিবাইক,মোটাচাকার অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার কারনে ভয়াবহ যানজট কিছুতেই কমছে না। ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারীদের। দশ মিনিটের রাস্তা পোঁছাতে সময় লেগে যাচ্ছে একঘণ্টা। এতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে শহরে চলাচলরত কয়েক লাখ মানুষের। এছাড়া অসুস্থ রোগীকে নিয়ে বিপাকে পড়তে হয় তার স্বজনদের। তাই শহরকে যানজটমুক্ত রাখতে জেলা পুলিশের পক্ষ
থেকে মোটা চাকার অটোরিকশা ও ইজিবাইক শহরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

গুরুত্বপূর্ণস্থান যেমন-শহরের বড়গোলা, রেলস্টেশন, জেলখানা মোড়, ইয়াকুবিয়ার মোড়, খান্দার মোড়সহ অন্যান্য স্থানে চেকপোস্ট বসানো হয়েছে।

শুধু চিকন চাকার অটোরিকশা শহরে প্রবেশ করতে দেয়া হচ্ছে। পুরো রমজান  মাস জুড়ে সাধারণ মানুষ যেন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন এজন্য এমন পদক্ষেপ নিয়েছে জেলা পুলিশ। ইতিমধ্যে শহরে অনেকটা যানজট কমে গেছে। 

পুলিশের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শহরবাসী। উত্তরাঞ্চলের ১৬টি জেলা শহরের মধ্যে বগুড়া সবচেয়ে জনবহুল নগরী। একই সাথে বাণিজ্যিক শহর বলে প্রতিদিন এ অঞ্চলের বিভিন্ন জেলা থেকে ব্যবসা, চিকিৎসা, শিক্ষাসহ নানা কাজে মানুষ বগুড়ায় আসেন। যার ফলে শহরে মানুষের সমগম বেড়েছে। একদিকে যেমন মানুষের সমাগম অন্যদিকে পাল্লা দিয়ে বেড়েছে অবৈধ যানবাহনের সংখ্যা। শহরের চলাচলরত ব্যাটারি চালিত অটোরিকশা, ইজিবাইক এর চালকরা অনেক সময় ট্রাফিক আইন মানছে না।

ইচ্ছামত যত্রতত্র রিকশাস্ট্যাান্ড বসিয়ে যানজটের সৃষ্টি করছে। অবৈধ অটোরিকশার জটে অতিষ্টি সাধারণ মানুষ।এসব যানের  সংখ্যা বেড়ে যাওয়ায় শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে দীর্ঘ যানজটে পড়তে হয়।

দিনভর শহরের সাতমাথা, কবি নজরুল ইসলাম সড়ক, থানা মোড়, ঝাউতলা, বড়গোলা, টিনপট্ট্রি, দত্তবাড়ি, কাঠালতলা, ফতেহ আলী মোড়, শেরপুর সড়ক, ইয়াকুবিয়া মোড়, গোহাইল সড়ক, জলেশ্বরীতলা, কালিবাড়ি, পিটিআই লেন, এক নম্বর রেল ঘুমটি, চকযাদু সড়ক, বাদুড়তলা ক্রসলেনসহ বিভিন্ন স্থানে ব্যাপক যানজট হচ্ছে।

শহরে যানজট কমানোর জন্য পুলিশ নতুন নিয়মে যানবাহন চলাচলে কাজ করে যাচ্ছেন। গত কয়েক দিন নতুন নিয়মে শহরের বিভিন্ন স্থানে যানবাহন চলতে দেখা যায়। এতে শহরের সাতমাথা এলাকায় যান চলাচলে শৃঙ্খলা ফিরেছে।

বগুড়া শহরে চলাচলরত পথচারী রায়হান আলী জানান, গত কয়েক দিনে শহরে যানজট কমে গেছে। মোটা চাকার অটোরিকশা শহরের প্রবেশ করতে দেয়া হচ্ছে না। 

ফলে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছেন। বগুড়া সদর ট্রাফিক পুলিশ ফাঁড়ির টিআই সালেকুজ্জামান খান জানান, জেলা পুলিশের পক্ষ থেকে বগুড়া শহরকে যানজটমুক্ত রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মূল শহরে মোটা চাকার অটোরিকশা ও ব্যাটারিচলিত ইজিবাইক প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এছাড়া শহরের গুরুত্বপূর্ণস্থানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। এতে করে সাতমাথা এলাকায় যানজট আগের চেয়ে কমেছে।