বাসস
  ১৯ মার্চ ২০২৫, ১৬:০০

লালমনিরহাটে গাছ থেকে পেরেক অপসারণ কর্মসূচি

সাইনবোর্ড পেরেক অপসারণ কর্মসূচি।

লালমনিরহাট, ১৯মার্চ, ২০২৫ (বাসস) : গাছ সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটে গাছ থেকে সাইনবোর্ড ও পেরেক অপসারণ কর্মসূচি শুরু হয়েছে।

বুধবার সকাল ১০টায় মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান।

সামাজিক বনবিভাগ রংপুর এর উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন,সামাজিক বনায়ন জোন কুড়িগ্রামের সহকারী বন সংরক্ষক মোহাম্মাদ রাশিদ আরিফ,সামাজিক বনায়ন,নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্র লালমনিরহাটের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমানসহ বিভিন্ন উপজেলা বনবিভাগের কর্মকর্তারা।