বাসস
  ১৯ মার্চ ২০২৫, ১৭:৪৮

পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

বুধবার পিরোজপুরে শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন। ছবি : বাসস

পিরোজপুর, ১৯ মার্চ, ২০২৫ (বাসস) : পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন মূল ক্যাম্পাসে রাখার দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ বুধবার বেলা ১১টায় বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরাও অংশগ্রহণ করেন।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধন শেষে আয়োজকরা  স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে বলা হয়, পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬ তলা বিশিষ্ট একটি নতুন একাডেমিক ভবন নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে। কিন্তু ৬তলা ভবনটি মূল ভবন ও ক্যাম্পাস থেকে দূরে জেলখানার পিছনে জঙ্গলের মধ্যে নির্মাণের উদ্যোগ নিয়েছে শিক্ষা প্রকৌশল বিভাগ। 

মূল ক্যাম্পাসের বাইরে নতুন ভবন নির্মাণ হলে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, শ্রেণি পাঠ, ও শৃঙ্খলাসহ নানাবিধ সমস্যার সৃস্টি হবে। 

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সহকারী অধ্যাপক মো. মঞ্জুরুল আহমেদ, প্রেসক্লাব সভাপতি রেজাউল ইসলাম শামিম, সাংবাদিক খালিদ আবু, মিজানুর রহমান, বর্তমান শিক্ষার্থী সাদী মো.হিমেলসহ বিপুল সংখ্যক সাবেক ও বর্তমান শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেয়।