শিরোনাম
ঢাকা, ১৯ মার্চ, ২০২৫(বাসস): জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত ‘দ্য রিমান্ড’ চলচ্চিত্র প্রদর্শনীর (সার্টিফিকেশন) সনদ ইস্যু করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত রিটের শুনানি শেষে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মো. গিয়াস উদ্দিন চৌধুরী। এই আইনজীবী জানান, তিন দিনের মধ্যে সনদ ইস্যু করার নির্দেশ দিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
নিমার্ণ শেষে চলচ্চিত্রটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হয়। গত ৩০ ডিসেম্বর সিনেমাটি প্রিভিউ করেও প্রদর্শনের অনুমতি না পেয়ে দুই বার আইনি নোটিশ দেয়া হয়। তবে সে নোটিশের জবাব না পেয়ে চলচ্চিত্রটির প্রযোজক ও নির্মাতা সৈয়দ বেলায়েত হোসেন বেলাল হাইকোর্টে রিট করেন। রিটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, ভাইস চেয়ারম্যান ও উপ-পরিচালক বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডকে বিবাদী করা হয়।