শিরোনাম
সিরাজগঞ্জ, ১৯ মার্চ ২০২৫ (বাসস): জেলায় আজ গ্রাম আদালত বিষয়ে চার দিনব্যাপী অংশীজনদের প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে কালেক্টরেট ভবন সংলগ্ন অফিসার্স ক্লাবের হলরুমে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সনদপত্র বিতরণ করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. কামরুল ইসলামের সভাপতিতে এ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ফারুক আহমেদ, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান খান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতিমা, গ্রাম আদালত প্রকল্পের সিরাজগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মো আব্দুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
চারদিন ব্যাপী এ প্রশিক্ষণে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা-সহ মোট ২৭ জন অংশগ্রহন করেন।