বাসস
  ১৯ মার্চ ২০২৫, ২০:২৪

জয়পুরহাটে সাড়ে ৪ হাজার পরিবারের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ

জয়পুরহাটে সাড়ে ৪ হাজার পরিবারের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ। ছবি: বাসস

জয়পুরহাট, ১৯ মার্চ ২০২৫ (বাসস): জেলায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জয়পুরহাট পৌরসভার পক্ষ থেকে বিনামূল্যে ৪ হাজার ৬২১টি দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। 

আজ বুধবার জয়পুরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডে সরকারের বিশেষ এ বরাদ্দ বিনামূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও জয়পুরহাট পৌরসভার প্রশাসক মোহা. সবুর আলী। 

এসময় জয়পুরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা আবু জাফর মো. রেজা, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হাশেম, সমাজ উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান উপস্থিত ছিলেন।   

অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মোহা. সবুর আলী জানান, জয়পুরহাট পৌরসভায় এবার ভিজিএফ ৪৬ দশমিক ২১ টন চাল বরাদ্দ এসেছে। এ চাল চার হাজার ৬২১টি কার্ডের বিপরীতে জনপ্রতি ১০ কেজি হিসেবে বিতরণ সম্পন্ন করা হয়।