বাসস
  ২০ মার্চ ২০২৫, ২০:০১

সিলেটে ইনফিনিটি ও ফেবুলাস মেগা মলকে ৬০ হাজার টাকা জরিমানা

সিলেট, ২০ মার্চ, ২০২৫ (বাসস): নগরীতে দুই ব্যবসা প্রতিষ্ঠান ইনফিনিটি ও ফেবুলাস মেগা মলকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ বৃহস্পতিবার সিলেটের জিন্দাবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (মেট্রো) দেবানন্দ সিনহা জানান, পোশাকে ম্যানুফ্যাকচারিং তারিখ না থাকায় ইনফিনিটি মেগা মলকে ৩০ হাজার টাকা ও বিদেশি পোশাক বিক্রির ক্ষেত্রে আমদানি রশিদ না থাকায় ফেবুলাস মেগা মলকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

একইসঙ্গে তাদের সচেতন করা হয়েছে। রমজানকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীদের তৎপরতা রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।